ASEAN (Association of South East Asian Nation) | Geography Gk | WB Competitive Exam | Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভারত তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন|(ASEAN(Association of South East Asian Nation) – India and some important organizations in the world)|

Bengali Gk 

ভারতের ভূগোল  – ASEAN 

  • ASEAN এর সম্পূর্ণ নাম কী?

উত্তরঃ Association of South East Asian Nation

  • ASEAN (Association of South East Asian Nation) এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম কী কী?

উত্তরঃ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড|

  • ASEAN (Association of South East Asian Nation) কত সালে সংঘটিত হয়?

উত্তরঃ 1967 সালে ASEAN সংঘটিত হয়|

  • ব্রুনেই কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?

উত্তরঃ 1984 সালে ব্রুনেই ASEAN এর সদস্য হয়েছিল|

  • ভিয়েতনাম কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?

উত্তরঃ 1995 সালে ভিয়েতনাম ASEAN এর সদস্য হয়েছিল|

  • লাওস ও মায়ানমার কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?

উত্তরঃ 1997 সালে লাওস ও মায়ানমার ASEAN এর সদস্য হয়েছিল|

  • ASEAN (Association of South East Asian Nation) এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ASEAN এর সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়ায়|

  • কত সালে ভারত ও ASEAN (Association of South East Asian Nation) এর পঞ্চম শীর্ষ বৈঠক হয়?

উতরঃ 2007 সালে সালে ভারত ও ASEAN এর পঞ্চম শীর্ষ বৈঠক হয়|

  • ASEAN (Association of South East Asian Nation) এর 17 তম সম্মেলন কোথায় হয়েছিল?

উত্তরঃ হ্যানয়তে ASEAN এর 17 তম সম্মেলন হয়েছিল|

  • 2011 সালে ASEAN (Association of South East Asian Nation) সম্মেলন কোথায় হয়েছিল?

উত্তরঃ 2011 সালে ASEAN সম্মেলন ব্রুনেইতে হয়েছিল|

  • 2012 সালে ASEAN (Association of South East Asian Nation) সম্মেলন কোথায় হয়েছিল?

উত্তরঃ 2012 সালে ASEAN সম্মেলন নমপেনে হয়েছিল|

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা Gk (Gk in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: current affairs in Bengali, India and some important organizations in the world, Bengali Gk, ASEAN Gk, ASEAN ভারতের ভূগোল, ASEAN wbcs, wbcs geography gk,  wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *