নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভারত তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন|(ASEAN(Association of South East Asian Nation) – India and some important organizations in the world)|
Bengali Gk
ভারতের ভূগোল – ASEAN
- ASEAN এর সম্পূর্ণ নাম কী?
উত্তরঃ Association of South East Asian Nation
- ASEAN (Association of South East Asian Nation) এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম কী কী?
উত্তরঃ এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড|
- ASEAN (Association of South East Asian Nation) কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ 1967 সালে ASEAN সংঘটিত হয়|
- ব্রুনেই কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?
উত্তরঃ 1984 সালে ব্রুনেই ASEAN এর সদস্য হয়েছিল|
- ভিয়েতনাম কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?
উত্তরঃ 1995 সালে ভিয়েতনাম ASEAN এর সদস্য হয়েছিল|
- লাওস ও মায়ানমার কত সালে ASEAN (Association of South East Asian Nation) এর সদস্য হয়েছিল?
উত্তরঃ 1997 সালে লাওস ও মায়ানমার ASEAN এর সদস্য হয়েছিল|
- ASEAN (Association of South East Asian Nation) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ASEAN এর সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়ায়|
- কত সালে ভারত ও ASEAN (Association of South East Asian Nation) এর পঞ্চম শীর্ষ বৈঠক হয়?
উতরঃ 2007 সালে সালে ভারত ও ASEAN এর পঞ্চম শীর্ষ বৈঠক হয়|
- ASEAN (Association of South East Asian Nation) এর 17 তম সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ হ্যানয়তে ASEAN এর 17 তম সম্মেলন হয়েছিল|
- 2011 সালে ASEAN (Association of South East Asian Nation) সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ 2011 সালে ASEAN সম্মেলন ব্রুনেইতে হয়েছিল|
- 2012 সালে ASEAN (Association of South East Asian Nation) সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তরঃ 2012 সালে ASEAN সম্মেলন নমপেনে হয়েছিল|
আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা Gk (Gk in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram