নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. গোয়ার আয়তন কত ?
উত্তরঃ ৩,৭০২ বর্গকিমি।
2. গোয়ার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ পানাজি।
3. গোয়ার জেলা সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২ ।
4. গোয়ার রাজ্যসভার সদস্যসংখ্যা কয়টি ?
উত্তরঃ ১ ।
5. গোয়ার বিধানসভা কেন্দ্রের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪০ ।
6. গোয়ার প্রধান উৎসব কি কি ?
উত্তরঃ ক্রিসমাস, গণেশ চতুর্থী, নববর্ষ।
7. গোয়ার বন্দর কোন কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ মার্মগাওন, পানাজী, তিরকাল, চাপড়া, বেতুল, তালপেনা।
8. গোয়ার প্রধান ভাষা কি কি ?
উত্তরঃ কঙ্কনি, মারাঠী, পর্তুগীজ।
9. গোয়ার হাইকোর্ট কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাই।
10. গোয়ার লোকসভা কেন্দ্রের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২।
11. গোয়ার প্রধান নদনদী কি কি ?
উত্তরঃ মান্দভি, জুয়ারী, চাপড়া, বেতল, তেরেখল।
12. গোয়ার প্রধান খনিজ দ্রব্য কি কি ?
উত্তরঃ লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ।
13. গোয়ার প্রধান শিল্প কি কি ?
উত্তরঃ খনিজ ভিত্তিক শিল্প, কাগজ , সাবান।
14. গোয়ার বিমান বন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ডাবোলিম।
15. গোয়ার জেলা দুটির নাম কি কি ?
উত্তরঃ উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া।
16. ভারত এর সবচেয়ে ছোট রাজ্য কোনটি ?
উত্তরঃ গোয়া।
17. কত সালে গোয়া রাজ্যে পরিণত হয় ?
উত্তরঃ ১৯৮৭ সালের ৩০ মে।
18. ভারতে গোয়ার অবস্থান কোন দুটি রাজ্যের মধ্যবর্তী স্থানে ?
উত্তরঃ কর্ণাটক ও মহারাষ্ট্র ।