এক নজরে আমাদের দেশ ভারতবর্ষ | কিছু গুরুত্বপূর্ণ তথ্য | Important information about India

নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা WBCS এর জন্য অতীব গুরুত্বপূর্ণ |এইখানে আপনি জানতে পারবেন এক নজরে আমাদের দেশ ভারতবর্ষ ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য  |(Important information about India)|

  • আমাদের জন্মভূমি ভারত এক সুবিশাল ও মহান দেশ
  • ভারতবর্ষ প্রকৃতপক্ষে এক “উপমহাদেশ” বলা হয়
  • সম্ভবত পুরাণের ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত
  • গ্রীকরা এই দেশের নাম দিয়েছিল “ইন্ডিয়া”
  • Indus বা সিন্ধু থেকেই এই নামের উৎপত্তি
  • বর্তমানে India ও Bharat এই দুটি নাম সরকারিভাবে স্বীকৃত|এছাড়া Hindustan নামটিও সর্বত্র ব্যবহৃত হয়
  • ভারতে দক্ষিণে আছে আন্দামান নিকবোর দদ্বীপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট, উত্তরে আছে কাশ্মীর(ইন্দিরা কল), পশ্চিমে আছে গুজরাট (গুহার মোটার), পূর্বে শেষ অঞ্চল কিবিথু অরুণাচলপ্রদেশে রয়েছে
  • ভারত অক্ষাংশের বিচারে উত্তর গোলার্ধে অবস্থিত, দ্রাঘিমা বিচারে পূর্ব গোলার্ধে অবস্থিত
  • ভারতের আটটি রাজ্যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, মিজোরামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তার করেছে
  • এলাহাবাদের সময়কে ভারতের প্রমাণ সময় বলে(Indian Standard Time)
  • ভারতের প্রমাণ সময় Greenwich Mean Time এর তুলনায় 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে রয়েছে
  • কেরালায় দিবাভাগের দীর্ঘতম ও ক্ষুদ্রতম পরিমাণের পার্থক্য হল 45 মিনিট, জম্মু ও কাশ্মীরেরে ক্ষেত্রে তা 4 ঘণ্টা
  • আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ
  • ভারতের আয়তন 32,87,263 বর্গকিমি
  • পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 2.4% ভারত অধিকার করে রয়েছে

ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: ভারতবর্ষ সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য , এক নজরে আমাদের দেশ ভারতবর্ষ , Important information about India, wbcs geography gk,  wbssc geography gk, wbpsc geography gk, wbps geography gk, geography of india, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *