ভারতের অঙ্গরাজ্য সমূহ : জম্মু ও কাশ্মীর । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ, 

আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ |

1. জম্মু ও কাশ্মীরের রাজধানী কোথায় অবস্থিত ?

উত্তরঃ শ্রীনগর (গ্রীষ্মকালীন) ও জম্মু (শীত কালীন)।

2. জম্মু ও কাশ্মীরের আইনসভা কীরূপ ?

উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।

3. জম্মু ও কাশ্মীরের হাই কোর্ট কোথায় অবস্থিত ?

উত্তরঃ শ্রীনগর ও জম্মু তে।

4. জম্মু কাশ্মীরের প্রধান নৃত্য কি ?

উত্তরঃ চাকরি , রউফ।

5. জম্মু ও কাশ্মীরের প্রধান শস্য কি ?

উত্তরঃ ধান, মেজ, বার্লি, জাফরান, রাগি, গম।

6. জম্মু ও কাশ্মীরের প্রধান খনিজ দ্রব্য কি কি ? 

উত্তরঃ লিগনাইট, তামা, জিংক, চুনাপাথর, বক্সাইট।

7. জম্মু ও কাশ্মীরের প্রধান শিল্প কি কি ?

উত্তরঃ হস্তশিল্প, হ্যান্ডলুম, কার্পেট, শাল, বক্সাইট।

8. জম্মু ও কাশ্মীরের বিমান বন্দর কোথায় অবস্থিত ?

উত্তরঃ শ্রীনগর ও জম্মু। 

9. জম্মু ও কাশ্মীরের লোকসভা কেন্দ্রের সংখ্যা কয়টি ?

উত্তরঃ ৪ টি।

10. আয়তনে ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি ?

উত্তরঃ জম্মু ও কাশ্মীরের লাদাখ।

11. রাজৌরি ও সাম্বা কোথায় অবস্থিত ?

উত্তরঃ জম্মু ও কাশ্মীরে।

Tags: wbcs geography gk,  wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, wbpsc geography gk, wbps geography gk, Jammu and Kashmir gk, Jammu and Kashmir gk in bengali, geography of india, gk on geography of india, জম্মু ও কাশ্মীর রাজ্য, ভারতের ভূগোল,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *