নমস্কার, প্রিয় বন্ধুগণ,
আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে| এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ|
1. কর্নাটকের রাজধানী কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালুরু।
2. কর্নাটকের আইনসভা কিরূপ ?
উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট।
3. কর্নাটকের হাই কোর্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালুরু।
4. কর্নাটকের প্রধান নৃত্য কোনটি?
উত্তরঃ এক শাগানা।
5. কর্নাটকের প্রধান ভাষা কি ?
উত্তরঃ কানারী।
6. কর্নাটকের মধ্য দিয়ে কোন কোন নদী বয়ে চলেছে?
উত্তরঃ কাবেরী, কৃষ্ণা, তুঙ্গাভদ্রা, বেদবতী, কালিন্দী, সরাবতি, হেমবতী, সিমশা।
7. কর্নাটকের প্রধান শস্য কি কি?
উত্তরঃ ধান, কফি, তৈলবীজ, রবার, তুলা, তামাক।
8. কর্নাটকের প্রধান খনিজ দ্রব্য কি কি?
উত্তরঃ লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, অভ্র, বক্সাইট।
9. কর্নাটকের প্রধান শিল্প কি কি?
উত্তরঃ এইচ এম টি, স্টিল প্লান্ট
10. কর্নাটকের প্রধান বন্দর কোনটি?
উত্তরঃ নিউ ম্যাঙ্গলোর।
11. কর্নাটকেরবিমান বন্দর কোনটি?
উত্তরঃ ব্যাঙ্গালোর, ম্যাঙ্গলোর, বেলগাম।
12. কর্নাটকের প্রাচীন নাম কি ছিল?
উত্তরঃ মহীশূর।
13. কর্ণাটক শব্দের অর্থ কি?
উত্তরঃ অত্যুচ জমি।