পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মাটি ও তার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ ফসলের তালিকা (List of important crops, soil characteristics in different regions of West Bengal)

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মাটি ও তার বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ ফসলের তালিকা অন্যতম গুরুত্বপূর্ণ  অংশ নিয়ে|

পশ্চিমবঙ্গের ভূগোল

(West Bengal Geography)

List of important crops, soil characteristics in different regions of West Bengal

মাটিঅবস্থানবৈশিষ্ট্যউৎপন্ন অঞ্চল
পার্বত্য মৃত্তিকাউত্তরের পার্বত্য অঞ্চলকালো ধূসর রঙের মাটি
মোটামুটি উর্বর
পডজল মৃত্তিকা
চা চাষের জন্য ভালো
কমলালেবু
সিঙ্কোনা
প্রাচীন পলিমালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এবং বীরভূমের পূর্বাংশবয়সে প্রবীণ
মাঝারি উর্বর
ভাঙর নামে পরিচিত
ধ্যান,গম, আঁখ, তুঁতে
নবীন পলিমুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরউর্বর
বয়সে নবীন
খাদার নামে পরিচিত
ধান
গম
পাট
ল্যাটেরাইটসমগ্র পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশইটের মতো শক্ত ও লাল
জলধারণ ক্ষমতা কম
জলসেচের সাহায্যে কিছু কিছু চাষবাস করা হয়
লাল মাটিপশ্চিমে মালভূমি অঞ্চলের পূর্বাংশজলধারণ ক্ষমতা কম,
অনুর্বর
জলসেচের সাহায্যে কিছু কিছু চাষবাস করা হয়
লবণাক্ত মৃত্তিকাসুন্দরবন ও কাঁথি অঞ্চলমাটিতে লবণের পরিমাণ বেশিনারিকেল, সুপারি, তরমুজ

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags : wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, wbpsc geography gk, wbps geography gkList of important crops, soil characteristics in different regions of West Bengal, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *