পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য | খনিজ দ্রব্যের নাম ও উৎপাদক অঞ্চলের তালিকা | Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, খনিজ দ্রব্যের নাম ও উৎপাদক অঞ্চলের তালিকা| (Name of mineral products in West Bengal and list of producing regions) |

পশ্চিমবঙ্গের ভূগোল

(West Bengal Geography)

Mineral products of West Bengal list of producing regions

খনিজ দ্রব্যের নামউপাদক অঞ্চল
কয়লারানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, রামনগর, বাঁকুড়া, বড়জোরা, পুরুলিয়া,
ফায়ার ক্লেরাণীগঞ্জ, রামনগর, সালানপুর
চীনামাটিখাতরা, ঝালদা, মহম্মদ বাজার
চুনা পাথরঝালদা, হাঁস পাথর, বাঘমারা অঞ্চল, বারিরামপুর, সালাইপাহাড়ি
ম্যাঙ্গানিজবেলপাহাড়ি, গিধনি
উলফ্রামঝিলিমিলি, পোড়াপাহাড়
ডলোমাইটবক্সা জয়ন্তী অঞ্চল
ফসফেট শিলাবেলদি, চিরুগোড়া, কুটনি
অ্যাপেটাইটবেলদি, পানকিরডি
অ্যাসবেসটসবীরমাদল ও চিরুগোরা
বেরিটসমালথল, উকমা
লৌহ আকরিকমান বাজার, ঝালদা, পোড়াপাহাড়

আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য , খনিজ দ্রব্যের নাম ও উৎপাদক অঞ্চলের তালিকা, minerals of west bengal, list of producing regions, wbcs, wbcs geography gk,  wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk, wbpsc geography gk, wbps geography gk,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *