পশ্চিমবঙ্গের বর্তমান ও প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র | Eshoseekhi.Com

নমস্কার, প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের বর্তমান ও প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (Current and proposed power plants in West Bengal)|

পশ্চিমবঙ্গের ভূগোল

(West Bengal Geography)

Current and proposed power plants in West Bengal

সংস্থাবিদ্যুৎ কেন্দ্র
পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ পর্ষদব্যান্ডেল
সাঁওতালডিহি
দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডদুর্গাপুর
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেডকোলাঘাট
বক্রেশ্বর
দামোদর ভ্যালি কর্পোরেশনদুর্গাপুর
মাইথন
মেজিয়া
দিশেরগড় পাওয়ার সাপ্লাই কোং লিমিটেডদিশেরগড়
ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশনটিটাগড়
কাশীপুর
মুলাজোড়
মেটিয়াবুরুজ
বজবজ
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডফারাক্কা
ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রগ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র
বালুরঘাট
বীরপাড়া
চ্যাংড়াবান্ধা
দিঘা
হলদিবাড়ি
ইসলামপুর
কালিন্দি
রায়গঞ্জ
রুদ্রনগর
জলপাইগুড়ি
কালিম্পং
লেবং
কোচবিহার
শিলিগুড়ি
কসবা, শিলিগুড়ি, হলদিয়া
সংস্থাবিদ্যুৎ কেন্দ্র
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কেন্দ্রজলঢাকা
ম্যাসাঞ্জর
ছোট রঙ্গিত
রিচিংটন
কারশিয়াং
নবগঠিত জলবিদ্যুৎ কেন্দ্রপুরুলিয়া অযোধ্যা পাহাড়ে রাজ্যের বৃহত্তম পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র
প্রস্তাবিত জল বিদ্যুৎ কেন্দ্ররাম্মাম
তিস্তা প্রকল্প
মংপু কালিখালা

আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FBআমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: পশ্চিমবঙ্গের বর্তমান ও প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র , current and proposed power plants in west bengal, wbcs geography gk,  wbssc geography gk, wb food SI geography gk, WBP Constable geography gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector geography gk,

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *