নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন বিশ শতকের ভারতে স্বাধীনতা আন্দোলনের সময় কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা | (Some important institutions during the independence movement in twentieth century India)
প্রতিষ্ঠানের নাম | সময়কাল | প্রতিষ্ঠাতা |
---|---|---|
সত্যশোধক সমাজ | ১৮৭৩ খ্রিস্টাব্দ | জ্যোতিবা ফুলে |
অনুশীলন সমিতি | ১৯০২ খ্রিস্টাব্দ | নেতৃত্ব ছিলেন অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু প্রমুখ |
ডন সোসাইটি | ১৯০২ খ্রিস্টাব্দ | সতীশচন্দ্র মুখার্জী |
লক্ষ্মীর ভাণ্ডার | ১৯০৩ খ্রিস্টাব্দ | সরলাদেবী চৌধুরানী |
অ্যান্টি-সার্কুলার সোসাইটি | ১৯০৫ খ্রিস্টাব্দ | শচীন্দ্রপ্রসাদ বসু |
মুক্তি সংঘ | ১৯০৫ খ্রিস্টাব্দ | হেমচন্দ্র ঘোষ |
ভারত স্ত্রী মহামণ্ডল | ১৯১০ খ্রিস্টাব্দ | সরলাদেবী চৌধুরানী |
Women's India Association | ১৯১৭ খ্রিস্টাব্দ | লেডি মিরাবাই টাটা |
নারী কর্মমন্দির | ১৯২১ খ্রিস্টাব্দ | ঊর্মিলা দেবী |
দীপালি সংঘ | ১৯২৩ খ্রিস্টাব্দ | লীলা নাগ |
মতুয়া মহাসংঘ | উনবিংশ শতাব্দীর শেষদিকে | শ্রী হরিচাঁদ |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Some important institutions during the independence movement in twentieth century India, বিশ শতকের ভারতে স্বাধীনতা আন্দোলনের সময় কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ভারতের ইতিহাস , wbcs history gk, wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,