নমস্কার, প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বাংলার ইতিহাস নিয়ে যা অতীব গুরুত্বপূর্ণ | এইখানে আপনি জানতে পারবেন ভারতের ইতিহাসে মহাবিদ্রোহের পরের বিভিন্ন সভাসমিতি ভিত্তিক তালিকা |(Various Assemblies and Associations after the Great Uprising)|
সমিতি | স্থান | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা |
---|---|---|---|
লন্ডন ইন্ডিয়া কমিটি | লন্ডন | ১৮৬২ খ্রিস্টাব্দ | সি পি মুদালিয়র |
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন | লন্ডন | ১৮৬৬ খ্রিস্টাব্দ | দাদাভাই নৌরাজি |
ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন | লন্ডন | ১৮৬৭ খ্রিস্টাব্দ | মেরি কার্পেন্টার |
পুনা সর্বজনীন সভা | পুনা | ১৮৬৭ খ্রিস্টাব্দ | শ্রীনিবাস রাও, পরশুরাম গ্যাডগিল প্রমুখ |
হিন্দুমেলা | বাংলা | ১৮৬৭ খ্রিস্টাব্দ | নবগোপাল মিত্র |
ইন্ডিয়ান সোসাইটি | লন্ডন | ১৮৭২ খ্রিস্টাব্দ | আনন্দমোহন বসু |
ইন্ডিয়ান লিগ | বাংলা | ১৮৭৫ খ্রিস্টাব্দ | শিশির কুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ |
ভারতসভা | কলকাতা | ১৮৭৬ খ্রিস্টাব্দ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী |
ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স | কলকাতা | ১৮৮৩ খ্রিস্টাব্দ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু |
মাদ্রাজ মহাজন সভা | মাদ্রাজ | ১৮৮৪ খ্রিস্টাব্দ | সুব্রহ্মণ্য় আইয়ার ও আনন্দ চার্লু |
বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন | বোম্বে | ১৮৮৫ খ্রিস্টাব্দ | ফিরোজ শাহ মেহেতা ও বদরুদ্দিন তায়েবজি |
ভারতীয় জাতীয় কংগ্রেস | বোম্বে | ১৮৮৫ খ্রিস্টাব্দ | অ্যালান অক্টাভিয়ান হিউম |
ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা |
আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |
আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB
আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram
Tags: Various Assemblies and Associations after the Great Uprising, History of India, মহাবিদ্রোহের পরের বিভিন্ন সভাসমিতি, ভারতের ইতিহাস , wbcs history gk, wbssc history gk, wb food SI history gk, WBP Constable history gk, West Bengal Police Constable Preliminary Gk, Food Inspector history gk, wbpsc history gk, wbps history gk,