WB Primary TET
2022
খুবই গুরুত্ব পূর্ণ 15টি প্রশ্নোত্তর
পরিবেশবিদ্যা
by
Esho Seekhi.COM
উত্তর: (c) তৃণভূমি
প্রশ্ন: 'সাভানা' হল একপ্রকার -
(a) জলাভূমি (b) বনভূমি
(c) তৃণভূমি (d) মরুভূমি
উত্তর: (a) দিল্লী
প্রশ্ন: এশিয়ার রোম কাকে বলা হয় ?
(a) দিল্লী (b) চেন্নাই
(c) মুম্বাই (d) কলকাতা
উত্তর: (a) চিলিকা
প্রশ্ন: ভারতের বৃহত্তম লেগুন কোনটি ?
(a) চিলিকা (b) সম্বর
(c) পুলিকট (d) ভেম্বনাদ
উত্তর: (b) বিটুমিনাস
প্রশ্ন: কোন কয়লা থেকে কোক প্রস্তুত করা হয় ?
(a) অ্যানথ্রাসাইট (b) বিটুমিনাস
(c) পিট (d) লিগনাইট
উত্তর: (a) ভুটান
প্রশ্ন: কোন দেশকে 'Land of Thunder Dragon' বলা হয় ?
(a) ভুটান (b) পাকিস্তান
(c) চিন (d) নেপাল
উত্তর: (b) 30%
প্রশ্ন: শুষ্ক মৃত্তিকায় গ্যাসীয় উপাদানের পরিমাণ কত ?
(a) 25% (b) 30%
(c) 35% (d) 45%
উত্তর: (a) প্রথম শ্রেণীর খাদক
প্রশ্ন: জুপ্লাংটন কোন ধরনের খাদক?
(a) প্রথম শ্রেণীর খাদক (b) দ্বিতীয় শ্রেণীর খাদক
(c) তৃতীয় শ্রেণীর খাদক (d) কোনটিই নয়
উত্তর: (b) বসন্ত
প্রশ্ন: নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ?
(a) কলেরা
(b) বসন্ত
(c) টাইফয়েড (d) যক্ষ্মা
উত্তর: (d) 21 জুন
প্রশ্ন: কোন তারিখে কর্কটসংক্রান্তি হয় ?
(a) 21 মার্চ (b) 23 সেপ্টেম্বর
(c) 22 ডিসেম্বর (d) 21 জুন
উত্তর: (a) কুষ্ঠ
প্রশ্ন: কোনটি সংক্রামক রোগ নয়?
(a) কুষ্ঠ (b) নিউমোনিয়া
(c) কলেরা (d) AIDS
উত্তর: (b) বেঙ্গালুরু
প্রশ্ন: কোন শহরকে ভারতের ইলেক্ট্রনিক্স সিটি বলা হয় ?
(a) মুম্বাই (b) বেঙ্গালুরু
(c) গুরুগ্রাম (d) নাসিক
উত্তর: (d) মালাবার উপকূলে
প্রশ্ন: ভারতের কোথায় লবণাক্ত জলের হ্রদ 'কয়াল' দেখা যায় ?
(a) ওড়িশা উপকূলে (b) কোঙ্কন উপকূল (c) করমণ্ডল উপকূল (d) মালাবার উপকূলে
উত্তর: (b) দেরাদুন
প্রশ্ন: ভারতে বনভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে আছে ?
(a) নয়ডা (b) দেরাদুন
(c) সিমলা (d) ভোপাল
উত্তর: (d) আটলান্টিক মহাসাগর
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
(a) প্রশান্ত মহাসাগর (b) ভারত মহাসাগর
(c) সুমেরু মহাসাগর (d) আটলান্টিক মহাসাগর
Click Here for
More
Click Here
প্রাইমারি টেট Child Development and Pedagogy এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখতে নীচের লিংকে ক্লিক করুন