WB Primary TET 2022

গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর বিষয় শিশুর বিকাশ ও পেডাগজি

by

Esho Seekhi.COM

উত্তর: (d) রুশো

প্রশ্ন: শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন - (a) গান্ধীজী (b) টেগোর  (c) প্লেটো     (d) রুশো

উত্তর: (b) মহাত্মা গান্ধি

প্রশ্ন: কোন শিক্ষাবিদ 'Basic Education' বা 'বুনিয়াদি শিক্ষা' -এর ধারণার প্রবর্তন করেন ? (a) রাজেন্দ্র প্রসাদ (b) মহাত্মা গান্ধি  (c) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (d) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (b) ফ্রয়েবল

কিন্ডারগার্টেন শিক্ষাব্যাবস্থা কে চালু করেন ? (a) মন্তেসরী (b) ফ্রয়েবল (c) স্পেনসার (d) রুশো

উত্তর: (c) পরিণমন

নীচের বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের ওপর নির্ভরশীল নয় ? - (a) দক্ষতা (b) জ্ঞান (c) পরিণমন (d) বোধ

উত্তর: (a) মনোবৈজ্ঞানিক অভীক্ষা

কোনটি শিক্ষার মূল উপাদান নয় ? - (a) মনোবৈজ্ঞানিক অভীক্ষা (b) শিক্ষক  (c) শিক্ষার্থী (d) পাঠক্রম ও পরিবেশ

উত্তর : চেতনা

প্রশ্ন: জ্ঞান মানুষের মধ্যে _________ আনে ।

উত্তর : চার মাস বয়স থেকে

প্রশ্ন: শিশু কোন সময় থেকে Babbling করতে শুরু করে ?

উত্তর : ২ বছর বয়সকে

প্রশ্ন: কোন বয়সকালকে শিশুর শব্দভাণ্ডার বিস্ফোরণ বলা হয় ?

উত্তর : শিশুর নাম দিয়ে

প্রশ্ন: শিশুর ভাষার বিকাশ শুরু হয় কী দিয়ে ?

উত্তর : ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে

প্রশ্ন: কোন সময়ে শিশুর মধ্যে কুয়িং (Cooing) দেখা যায় ?