work-force-energy-science-gk

Part-1 | কার্য, ক্ষমতা ও শক্তি | Physical Science Gk | SSC CGL | SSC CHSL | WBCS

কার্য, ক্ষমতা ও শক্তি

Physical Science Gk

Part-1

১। কার্যের একক কোনটি?

উ: জুল (SI) , আর্গ (CGS)।

২। m ভরের কোন বস্তুকে, ২০ মিটার, ৩০ মিটার এবং ৫০ মিটার উপরে রাখা হলে, কোন অবস্থানে তার বিভব শক্তি সব থেকে বেশি হবে?

উ: ৫০ মিটারে।

৩। একটি বস্তুকে টেনে ধরলে তার মধ্যে কোন শক্তি জমা হয়?

উ: বিভব শক্তি।

৪। শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতে কী বোঝো?

উ: পৃথিবীতে কোন শক্তির সৃষ্টি বা বিনাশ নেই।

৫। বলের একককে দূরত্বের একক দিয়ে গুন করলে কোন একক পাওয়া যায়?

উ: কার্যের একক।

৬। বস্তুর গতিশক্তি বিশেষত কিসের উপর নির্ভর করে?

উ: ভরবেগের উপর।

৭। টেরিলিন এর উৎস কি?

উ: পেট্রোলিয়াম।

৮। পেট্রোলিয়াম কি ধরনের তৈল?

উ: পাথরে সঞ্চিত তৈল।

৯। শক্তি কাকে বলে?

উ: কোন বস্তু সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাকে শক্তি বলে।

১০। কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে?

উ: ৪ গুন।

১১। অ্যামোনিয়া কোথা থেকে উৎপন্ন হয়?

উ: কয়লা।

১২। 1 কিলো ওয়াট আওয়ার ( KWH) = কত জুল?

উ: 3.6×10⁶ জুল।

১৩। কার্য কাকে বলে?

উ: কোন বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়।

১৪। নিউক্লিয় বিক্রিয়া ভর শক্তি সমীকরণ কি?

উ: $latex E = mc^2$

১৫। ফটোভোলটাইক কোষে কি হয়?

উ: আলোকশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

আশা করি আমাদের দ্বারা প্রকাশিত সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali) আপনাদের ভালো লেগেছে | ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্য চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের সথে শেয়ার করুন | আমাদের এই প্রয়াসে সকল চাকরিপ্রার্থী বন্ধুরা যেন তাদের লক্ষ্যে সফল হন এটাই আমাদের কামনা | 

আমাদের দ্বারা প্রকাশিত অন্যান্য পোস্টের আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন | এর ফলে আমরা যখনই কোনো নতুন পোস্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশন পেয়ে যাবেন |

আমাদের ফেসবুক পেজ 👉 Esho Seekhi FB

আমাদের টেলিগ্রাম চ্যানেল 👉 Esho Seekhi Telegram

Tags: work force and energy class 4,work force and energy class 5, work force and energy class 9,work force and energy class 11, work force and energy class 9 pdf, work force and energy definition, work force and energy in bengali, work force and energy questions for competitive exam, work force and energy ssc cgl, work force and energy ssc chsl, কার্য ক্ষমতা শক্তি, 

Check Also

ভারতের অঙ্গরাজ্য সমূহ : উত্তরাখণ্ড । Geography Gk । Eshoseekhi.com

নমস্কার, প্রিয় বন্ধুগণ,  আশা করি আপনারা সবাই সুস্থ আছেন | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি  গুরুত্বপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *